ইমাম খাইর, সিবিএনঃ
উখিয়া রাজাপালং ৬ নং ওয়ার্ডের মুহুরিপাড়ায় পাহাড়ের মাটি চাপা পড়ে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন।
তারা হলেন, ব্লক- বি/১, ক্যাম্প- ১/ইস্টের মৃত মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর, ব্লক- সি/১৪, ক্যাম্প- ১/ডব্লিউর মৃত আব্দুল মতলবের ছেলে জাহিদ হোসেন ও ক্যাম্প-১৭, সাব ব্লক- এইচ/১০৭ এর সুলতান আহমদের ছেলে নুর কবির।
বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পাহাড় কাটতে গিয়ে ৩ রোহিঙ্গা মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।