আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারের উখিয়া থানাধীন রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক(আইন ও গণমাধ্যম) মোঃ শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার (২৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল সন্ধ্যায় উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ৮নং ওয়ার্ডের পূর্ব দরগাবিল খিল্ল্যা মারা জামে মসজিদ এর নিকটে এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের পরিচয় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খিল্ল্যা মারা এলাকার কবির আহাম্মদের ছেলে মোঃ আব্দুল আলম(৩৫) ও একই গ্রামের রশিদ আহাম্মদের নুরুল হাকিম প্রকাশ সুলতান প্রকাশ বাইট্টা(৩০) বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানায়, দীর্ঘদিন যাবৎ তারা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা টেকনাফ ও মায়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি দরে বিক্রয় ও সরবরাহ করে আসছে।
তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।