হ্যাপী করিম, মহেশখালী :
মহেশখালী উপজেলায় নারী উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ইউনিয়নের অসহায় নিম্ন আয়ের হতদরিদ্র দর্জি মহিলাদের মাঝে ২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম এর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এসময় তিনি বলেন, একটি সেলাই মিশিন দিয়ে একটি পরিবার চেষ্টা করলে চলতে পারে। আপনারা যারা সেলাই মিশিন পেয়েছেন কাজ করে স্বাবলম্বি হওয়া কোনো বেপার নয়, গ্রামের কর্মহীন নারীদের ক্ষমতায়ন,কর্ম দক্ষতা সৃষ্টি, পারিবারিক সক্ষমতা,শিক্ষা বিকাশের লক্ষ্যে নারী ফোরাম বিভিন্ন জন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে উপজেলা নারী উন্নয়ন ফোরামের তহবিল হতে সেলাই মেশিন কর্মসূচি বাস্তবায়ন করছে।

উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম বলেন…হত দরিদ্র অসহায় নারীদের অর্থনৈতীক স্বাবলম্বী করতে এই ধারা অব্যাহত রাখবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারী উন্নয়ন ফোরামের সদস্য দিলরুবা খানম দিলু, খুরশিদা বেগম,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রশিক্ষক শারমিন আক্তার বিউটি’সহ উপজেলা সমন্বয়ক সহ হতদরিদ্র ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।