আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হ্নীলা স্টেশনে মেসার্স শামীম এন্টারপ্রাইজ নামের একটি রংয়ের দোকানের ভেতর থেকে গলায় ফাঁস লাগনো অবস্থায় মো. আরমান (২৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার যুবক ওই দোকানের কর্মচারি।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
মো. আরমান (২৩) সাতকানিয়া চুনতি গ্রামের মৃত আবদুল করিম ছেলে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হ্নীলা জামাল মার্কেট মেসার্স শামীম এন্টার প্রাইজ নামের একটি রংয়ের দোকানে তার মৃতদেহ উদ্ধার করে।
মেসার্স শামীম এন্টারপ্রাইজের পাশের দোকানের ওমর হাকিম নামে এক ব্যবসায়ী বলেন,নিহত যুবক মো. আরমান অত্যন্ত ভালো ছেলে ছিল।সেই ওই দোকানে প্রায় ৩বছর ধরে কর্মচারীর হিসাবে কাজ করে আসছেন।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে রংয়ের দোকানের ভেতর থেকে গলায় ফাঁস লাগলো অবস্থায় তার মৃতদেহ পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন,শুক্রবার রাতে হ্নীলা বাজারের মেসার্স শামীম এন্টারপ্রাইজ একটি রংয়ের দোকানের থেকে ওই দোকানের কর্মচারী মো. আরমানের গলায় ফাঁস লাগনো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।