বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরের বৈদ্যঘোনায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (১ এপ্রিল) ভোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটকককৃতরা হলো-বইল্ল্যাপাড়া কচ্ছপিয়া পুকুর পাড় এলাকার শুভধন বড়ুয়া ছেলে রিপন বড়ুয়া, বৈদ্যঘোনা খাজা মঞ্জিল এলাকার আবু হানিফের পুত্র মোঃ রুবেল ও একই এলাকার আবুল কাশেমের পুত্র মোবারক হোসেন। এসময় তাদের কাছ থেকে ১টি সিলভার রংয়ের ফল্ডিং চাকু, ১টি সিলভার রংয়ের ফল্ডিং ক্ষুর, ১টি কালো বাট যুক্ত সিলভার রংয়ের কাচি, ১টি কাঠের বাট যুক্ত টিপ ছুরি উদ্ধার করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।