গত ৩০ মার্চ টিটিএন এ ‘ইয়াবা সহ কথিত সাংবাদিক সোহেল ও আলী হোসেন আটক: দলীয় সংশ্লিষ্টতা নিয়ে নানান প্রশ্ন!’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কেননা, প্রকাশিত সংবাদটিতে আমার নাম জড়ানো ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। মাদকের মতো একটি সংবাদে আমার নাম ব্যবহারের কোনো যৌক্তিক কারণ কিংবা অস্তিত্ব নেই। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ সংবাদে আমার নামটি অবতারণা করা হয়েছে বলে আমি মনে করি। নাহয় আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মান সম্মান ক্ষুণ্ন করার জন্য অপচেষ্টা করা হয়েছে।
যেহেতু আমি কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছি। এরপর থেকেই একটি কুচক্রিমহল ও ষড়যন্ত্রকারীরা কীভাবে আমাকে বাধাগ্রস্ত করবে সে চেষ্টায় লিপ্ত রয়েছেন। সুতরাং পরিবেশিত সংবাদে আমার নাম যুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ওই সংবাদ থেকে আমার নামটি সরিয়ে নিতে বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যথায়, আইনি পরামর্শের দ্বারস্থ হব।
অপরদিকে, আমি বলব না সংবাদে আনা সকল অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন। যেহেতু মাদক উদ্ধার রয়েছে। তবে এ সংবাদে আমার নাম জড়ানো মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এ ব্যাপারে প্রতিবাদ করছি। কারণ এ ঘটনায় আমি মোটেই জড়িত নন ও সংবাদে আমার নাম উল্লেখ্য করা বিভ্রান্তিমূলক।’
আমি বারবার স্পষ্ট করেছি, ‘প্রকৃতপক্ষে সোহেল রানার সাথে আমার কোন ব্যক্তিগত ভাবে পরিচয় নেই। তবে গতানুগতিক ধারায় সবার মতন রাজনৈতিক ভাবে তাঁকে আমি চিনি। তার বাড়ি কুতুবদিয়া। বর্তমানে কক্সবাজার শহরে বসবাস করেন। এতটুকুই শুধু জানি। এর বাহিরে তার সাথে আমার কোন সম্পর্ক নেই। রাজনীতির সুবাদে একজন নেতার সাথে অনেকের ছবি থাকতেই পারে। কিন্তু মাদকের মতো একটি সংবাদে আমার নাম উল্লেখ করা মানহানিকর এবং সংবাদের প্রতিবেদক ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছেন।’
তাছাড়া প্রকাশিত সংবাদে আমার একপেশে বক্তব্য উপস্থাপন করাও সত্যিই দুঃখজনক। জনস্বার্থে রাজনীতি করতে গিয়ে এ ধরনের দুঃখজনক সংবাদের চরিত্র হতে হলে কাজের উৎসাহ থাকে না। আশা করি ভবিষ্যতে জনস্বার্থ রক্ষিত হয় এমন কার্যক্রমকে উৎসাহ দেওয়ার জন্য পত্রিকাটির অগ্রণী ভূমিকা প্রত্যাশা করছি। পাশাপাশি অনুরোধ বিভ্রান্তি না ছড়াতে সংবাদে প্রকাশিত আমার ছবি ও বক্তব্য সংশোধনের অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোরশেদ হোসাইন তানিম
সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা ছাত্রলীগ
সাবেক সভাপতি, কক্সবাজার পৌরসভা ছাত্রলীগ
সাবেক সভাপতি, কক্সবাজার ভোকেশনাল ইনস্টিটিউট
সদস্য কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ
সম্মেলন প্রস্তুতি কমিটি
সভাপতি
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ
কক্সবাজার জেলা শাখা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।