প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার ভিত্তিক পরিবেশ বিষয়ক সংগঠন রিভার এন্ড ইকোলজি নেটওয়ার্ক – রেন এর উদ্যোগে কক্সবাজারের বহুমুখী উন্নয়ন কার্যক্রমে পরিবেশ ও টেকসই নগর ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

হোটেল মিশুকের রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেন এর ভাইস-চেয়ার(জাতীয়) মাহমুদুল হাসান নোমান।

নির্বাহী পরিচালক মোঃ ইলিয়াছ মিয়া’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট রাজনীতিক সরওয়ার কামাল, কক্সবাজার সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল মনসুর, আমরা কক্সবাজারবাসীর সহ-সভাপতি, বিশিষ্ট ছাত্রনেতা কামাল উদ্দিন রহমান পেয়ারো, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, কক্সবাজার সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আজিজুল ইসলাম।

এতে স্বাগত বক্তব্য রাখেন রিভার এন্ড ইকোলজি নেটওয়ার্ক এর চেয়ারপার্সন অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সিইএইচআরডিএফ কক্সবাজার সদর এরিয়া সেক্রেটারি এমদাদুল হক।

এতে বক্তারা কক্সবাজারের প্রতিবেশ সুরক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলোর আরো দায়বদ্ধতা আশা করেন। তারা পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা করে টেকসই উন্নয়ন এর তাগিদ দেন। সভায় প্লাস্টিক দূষণ, পাহাড় কাটা বন্ধ, জলাশয়সমূহ পরিষ্কার ও সুরক্ষা, বাঁকখালী নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও দখলদার উচ্ছেদ বিষয়ে আলোচনা হয়। বক্তারা আগামীর প্রজন্মের সুরক্ষায় টেকসই পৃথিবীর জন্য ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এতে উপস্থিত ছিলেন রেন ভাইস-চেয়ার(প্রতিবেশ) তুহিন আহমেদ, সদস্য রুমেল আহমেদ, সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান সমন্বয়ক রুহুল আমিন, সহকারী প্রধান সংগঠক রেজাউল করিম, অ্যাক্টিং কো-অর্ডিনেটর রেজাউল হায়াত রেজা, ফোকাল অর্গানাইজার জিহাদুল ইসলাম, কক্সবাজার শহর এরিয়া সেক্রেটারি হুমায়ুন কবির প্রমুখ।