জাহেদ হাসান:
কক্সবাজারের রামুর চাকমারকুলে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (২ এপ্রিল)বিকেল সাড়ে ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্বাবধানে এ অভিযান চালানো হয়।
উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিতি অভিযানের অংশ হিসেবে উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম রামুর চাকমারকুল ১ নং ওয়ার্ডের কলঘর বাজার দক্ষিণ পাশে ফয়েজ এন্ড বাদার্স এর দোকানের সামনে থেকে ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়েছে।
আটক মোঃ নেজাম উদ্দিন রামু চাকমারকুল ২ নং ওয়ার্ডের নয়াচর পাড়া এলাকার আমির হোসেন এর পুত্র।
আটককৃত আসামির বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মাদক আইনে রামু থানায় মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেন তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।