অনলাইন ডেস্ক: আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভাসহ দুটি পৌরসভায় ও একটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তিনটি পৌরসভায় ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ এপ্রিল) ১৭তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা, কক্সবাজার সদর পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন ভোট।
এছাড়া তানোর পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা ও নারায়ণগঞ্জের গোলাপদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত ২১ জুন অনুষ্ঠিত হবে।
ইসি সচিব বলেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পার্শ্ববর্তী জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বিস্তারিত পরে জানাবো হবে।
-বাংলানিউজ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।