মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা তহ্জিংডং কর্তৃক বাস্তবায়িত ‘বানী’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার সহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পোয়াং পাড়া এলাকায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন প্রতিনিধিরা। এসময় ইউএসএআইডি ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় প্রকল্পের পারিবারিক পুষ্টি কেন্দ্র, ভার্মি কম্পোষ্ট স্টেশন পরিদর্শনের পাশাপাশি শামুকছড়া কৃষি পন্য ব্যবস্থাপনা ও বিক্রয় কেন্দ্র উদ্ভোধন করেন নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। এর আগে উপকারভোগীদের নিয়ে এক মত বিনিময় সভায় গর্ভবতী প্রসূতি মা এবং কিশোরীদের সাথে প্রকল্প সম্পর্কিত বিভিন্ন বিষয়, জন্ম মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ, শিক্ষা নিয়ে সচেতনতামূলক আলোচনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। প্রকল্প পরিদর্শনের সময় উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, ইউপি সদস্য আনাই মার্মা, হেলেন কেলার ইন্টারন্যাশনালের টেকনিক্যাল স্পেশালিষ্ট মো. মাহাবুব আলম, এমডিও উজ¦ল বিশ্বাস, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর তন্ময় চাকমা, মাস্টার ট্রেইনার রাহাত ইসলাম, গ্রাউসের বানি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর হ্লাতেন, প্রকল্পের মাঠ সহায়ক বাবু মং মার্মা, আছিং মার্মা, অংছিং মার্মা, মাসুদ আহমদ, বেবী মমতাজ, ওয়াংসে মার্মা ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন। বাণী প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে নিজে উপকৃত হওয়ার পাশাপাশি গ্রামের অন্যদেরকে সহযোগিতা করছেন বলে জানান উপকারভোগী রুবী আক্তার, মনোয়ারা ও কিশোরী অনিকা। তারা এ কার্যক্রম অব্যাহত রাখতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর জোর দাবী তুলেন। এদিকে কার্যক্রম পরিদর্শন শেষে প্রকল্পের ভূয়শী প্রশংসা করে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া প্রান্তিক কৃষক পরিবারের জন্য বাণী প্রকল্পটির কার্যক্রম যথাযথ কাজে লেগেছে বলে মনে হচ্ছে। প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলে স্থানীয় কৃষকরা আরো বেশি উপকৃত হবে।

এ বিষয়ে প্রকল্পের প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর তন্ময় চাকমা বলেন, ২০২০ সালের জুন মাস থেকে বানি প্রকল্পের আওতায় উপজেলার ৭ ইউনিয়নে মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্য সেবা, পুষ্টি চাহিদা মেটাতে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ, আয় বৃদ্ধিমূলক পেঁপে, আদা ও কলা চাষ, হাঁস, মুরগি, গরু, ছাগল পাালন এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষি পন্য ন্যয্য মূল্যে বিক্রির ব্যবস্থাসহ উৎপাদন ও বাজার তথ্য বিষয়ক যাবতীয় পরামর্শ প্রদান করে আসছে তহ্জিংডং।