ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের চকরিয়ার বড় ভেওলা এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের নিকট অস্ত্র সরবরাহকারী মূলহোতাসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা।
বৃহস্পতিবার(৬ এপ্রিল) বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ এর অধিনায়ক লে কর্ণেল সাইফুল ইসলাম সুমন।
তিনি জানান,সম্প্রতি কক্সবাজার এলাকায় বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসীদের নিকট থাকা অস্ত্রের উৎস উৎঘাটনের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাঠে নামে র্যাব-১৫ সদস্যরা। তারা জানতে পারে যে, কতিপয় অস্ত্র ব্যবসায়ী কক্সবাজার মহেশখালী হতে সিএনজি অটোরিকশা যোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা করেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের কক্সবাজার ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল সকাল ৮টায় চকরিয়ার বড় ভেওলা ইলিশিয়া লাল ব্রীজ সংলগ্ন বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী শুরু করে। তল্লাশীর একপর্যায়ে একটি সিএনজি অটোরিকশা চেকপোষ্টের সামনে পৌঁছলে র্যাব সদস্যরা থামার সংকেত দেয়ার সাথে সাথে কতিপয় অস্ত্র ব্যবসায়ী র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় চালকসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলো,মোক্তার আহমদ (৫২),আব্দুর রহিম (৪০) ও মো. এনামুল হক (৩৮)। এ সময় তাদের অস্ত্র সরবরাহে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি তল্লাশী করে চালক ও যাত্রীর আসনের নিচে বিশেষভাবে রক্ষিত তিনটি একনলা বন্দুক, একটি দু’নলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রয়ের এক লক্ষ পাঁচ হাজার সাতশত টাকা, ব্ল্যাংক চেক , এটিএম কার্ড, এনআইডি কার্ড ইত্যাদি উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়,উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।