অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছিল খেলাফত মজলিস। প্রধান অতিথি ছিলেন দলের আমির মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। মাগরিবের আজানের আগ মুহূর্তে তিনি বক্তব্য শেষ করে ইফতার মুখে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আজ শুক্রবার শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।
দলের আমিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান।
জাহিদ হাসান আজকের পত্রিকা বলেন, ‘মহানগর খেলাফত মজলিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। ইফতারের আগে তিনি দীর্ঘ বক্তব্য দেন। এ সময় আকস্মিক স্ট্রোক করেন তিনি। দ্রুত তাঁকে শহরের ইসলামিয়া হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
– আজকের পত্রিকা
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।