নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে মাহফিলে বক্তারা বলেন, টেকনাফের বাসিন্দা হয়েও দেশের বিভিন্ন জায়গায় নিজেদের পরিচয় দেওয়া যায় না। এটি খুবই লজ্জার, দুঃখজনক। কোন অযোগ্য নেতৃত্বের কারণে টেকনাফের এই দশা, সেইসব ব্যক্তিদের বয়কট করতে হবে।
টেকনাফকে মাদক, চোরাচালানমুক্ত করতে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিরাজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বাঙালি, অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরী, অধ্যাপক কবির আহমদ, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম।
সাধারণ সম্পাদক রফিকুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ উল্লাহ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।