সংবাদ বিজ্ঞপ্তিঃ
লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম এর নিয়মিত সভা, পরবর্তী বছরের কমিটি গঠন ও ইফতার মাহফিল ৮ এপ্রিল বিকাল ৪ ঘটিকার সময় হোটেল মিশুকের টেস্ট অব নবাব রেস্টুরেন্টে ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার শাহেদ সালাহ উদ্দিন এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিগত লায়ন বর্ষের কার্যক্রম পর্যালোচনা করা হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার শাহেদ মোহাম্মদ সালাহ উদ্দিন এমজেএফ এই বছর ডিস্ট্রিক্ট এ প্রগ্রেসিভ লায়ন অব দ্যা ইয়ার নির্বাচিত হওয়ায় এবং সার্ভিস প্রোগ্রামে ডিস্ট্রিক্ট এ ৭ম স্থান অধিকার করায় সকলেই সন্তোষ প্রকাশ করেন এবং লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর মাননীয় গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পিএমজেএফ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় বক্তব্য রাখেন ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন এডভোকেট একরামুল হুদা, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুল করিম, ক্লাব ট্রেজারার অধ্যক্ষ দিদার উল্লাহ, ক্লাব ডিরেক্টর লায়ন মোহাম্মদ আবদুল্লাহ, লায়ন শিউলী শর্মা, লায়ন আল আমিন, লায়ন বেলাল উদ্দীন, লায়ন শহীদুল করিম, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর, লায়ন এডভোকেট হুমায়ুন কবির, লায়ন জসিম উদ্দিন, লায়ন রুবেল প্রমুখ। ইফতার শেষে আগামী বছরের জন্য নতুন কমিটি গঠন কল্পে সকলের মতামত নেওয়া হয়।
সকলের মতামতের ভিত্তিতে লায়ন এডভোকেট একরামুল হুদা পি.পি কে ক্লাব প্রেসিডেন্ট, লায়ন অধ্যক্ষ দিদার উল্লাহ কে ক্লাব সেক্রেটারি ও লায়ন এডভোকেট হুমায়ুন কবির কে
ক্লাব ট্রেজারার করে আগামী ২০২৩-২০২৪ বর্ষের কমিটি ঘোষনা করা হয়। সবশেষে লায়ন শহীদুল করিমের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।