হাছান মাহমুদ সুজন,কুতুবদিয়া:
কুতুবদিয়ায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮-এপ্রিল) সদর বড়ঘোপ বাজার ক্যাফে আলম রেস্টুরেন্টে সংস্থার উপজেলা শাখার সভাপতি এম.এম হাছান কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ছাইফুল্লাহ খালেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কার্যনির্বাহী সদস্য আকবর খাঁন।
এসময় আলোচনায় অংশ নেন কুতুবদিয়া মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহ-সভাপতি এড আইয়ুব হোছাইন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মান্নান, সাংবাদিক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক হাছান মাহমুদ সুজন, মহিউদ্দিন কুতুবী, সদস্য জহর লাল, আবু জাফর,আবু ওবায়েদ খালেদ প্রমুখ।
এর আগে সদস্য সাংবাদিক শাহেদুল ইসলাম মনির’র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে প্রধান অতিথি সংস্থার উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।