আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) :
টেকনাফ সাংবাদিক ইউনিটি এবং উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল ) বিকাল ৫ টার দিকে বাস-স্টেশন দ্বীপপ্লাজার উপরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফীর সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক বাঁধনের পরিচালনায় সাংবাদিক ইউনিটির প্রচার সম্পাদক আমান উল্লাহ আমানের কোরআন তেলওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা গিয়াস উদ্দিন, জেড করিম জিয়া,সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মামুন,সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলমগীর,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আমিন,সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ,উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আজিজ উল্লাহ, সাংবাদিক ইউনিটির অর্থ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নোমান হাশেমী,দপ্তর সম্পাদক নুরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ সাংবাদিক ইউনিটির দপ্তর সম্পাদক রহিম উল্লাহ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক মো. আনোয়ার,সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ মির্জা, ইব্রাহিম মাহমুদ ও আব্দুল কাইয়ুম প্রমুখ।
সভায় বক্তরা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস বিশ্বের মুসলিম গন রমজান মাসের রোজা রেখে সংযম পালন করেন। রমযানের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা শেষে দেশ, জাতী ও বিশ্বের সকল মুসলমানদের কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া এলাকার সম্যসার উন্নয়নের কথা সংবাদ পত্রে প্রচার করে জনস্বার্থ রক্ষার জন্য দায়িত্বশীল ভুমিকা পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।