প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, রমাযানুল মোবারক পবিত্র কুরআন নাযিলের মাস। এই মাসেই রয়েছে ঈমানদীপ্ত বদর যুদ্ধের অবিস্মরণীয় দিন ১৭ই রমাযান। রহমত, মাগফিরাত ও নাজাতের এই বরকতময় মাসের মহান শিক্ষা ধারণ করে কুরআন -সুন্নাহর আলোকে নিজেদেরকে তাকওয়ার গুনাবলীতে আলোকিত করতে হবে । সেই সাথে বদর যুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামী নেজাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঈমানী সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত “মাহে রমাযানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রবিবার (১৭ রমযান, ৯ এপ্রিল) কক্সবাজারের এক হোটেলের সম্মেলন কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নেজামে ইসলাম পার্টির জেলা উপদেষ্টা, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাফেজ আব্দুল হক বলেন, তাকওয়া অর্জনই মাহে রমাযানের মূল শিক্ষা। রমাযানুল মোবারকের রোযার কারণে বাহ্যিক দৃষ্টিতে শারিরীক শক্তি হ্রাস পেলেও ঈমানী শক্তি বহুগুণে সঞ্জীবিত হয়। সেই ঈমানী শক্তিকে বুকে ধারণ করে তাকওয়াভিত্তিক সমাজবিনির্মাণে আত্মনিবেদন করতে হবে। আর এই লক্ষ্যে আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের সাংগঠনিক কর্মতৎপরতায় একনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী ও প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। এতে বিশেষ আলোচকের বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, জেলা নায়েবে আমীর ও রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সদর উপজেলা আহবায়ক মাওলানা আব্দুল্লাহ, কক্সবাজার শহর সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ শওকত আলী।
এছাড়াও পবিত্র এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, ইসলামী ছাত্রসমাজের সাবেক নেতা, হাশেমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক, জেলা নেজামে ইসলাম পার্টির যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সহ-দাওয়াহ সম্পাদক মাওলানা কারী রুহুল কাদের, জেলা প্রশিক্ষণ সম্পাদক ও কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক এম. আলী আকবর, সদস্য মাওলানা আমিনুল হক, চকরিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস মুসা, শহরের নায়েবে আমীর মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ মোহাম্মদ শফি, হাফেজ মোহাম্মদ সালেম, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ ইউছুফ মক্কী, সাংবাদিক ইমাম খাইর, সাবেক ইসলামী ছাত্রসমাজ নেতা নবিউল হক এনাম, খোরশেদ আলম হেলালী, হাফেজ আবুল খাইর, রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির দায়িত্বশীল মাওলানা যায়নুল আবেদীন, চাকমারকুল ইউনিয়ন আমীর মাওলানা হাফেজ একরামুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন আমীর মাওলানা আহমদুর রহমান, পিএমখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা ওমর আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু, উখিয়া উপজেলা শাখার মহিউদ্দিন খান, সদর উপজেলার মোরশেদ হোসাইন জমিল, শহর দায়িত্বশীল নুরুর রহমান নাফিজ, ছাত্রনেতা আব্দুল্লাহ সাঈদ, তাওহিদুর রহমান, হুজায়ফা মাহমুদ, হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকাভুক্ত ইসলামী ছাত্রসমাজকর্মী মুহাম্মদ আব্দুল্লাহ সা’আদকে কৃতি শিক্ষার্থী স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়।
শেষে জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম ও জেলা নেজামে ইসলাম পার্টির উপদেষ্টা মাওলানা আবু বকর ছিদ্দিকের কনিষ্ঠ সন্তান, সড়ক দূর্ঘটনায় শহীদ হওয়া, তরুণ আলিম মাওলানা হাফেজ রিদওয়ান উল্লাহ রহ. এর মাগফিরাত কামনাসহ মুসলিম উম্মাহর কল্যাণ ও সাংগঠনিক সাফল্য কামনায় আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাত করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।