অনলাইন ডেস্ক: জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ প্রথম আলো বলেন, পর্নোগ্রাফির একটি মামলায় নাফিজ মোহাম্মদ আলম নামের একজনকে তাঁর বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশির সময়ে তাঁর বাসায় বিদেশি মদ পাওয়া যায়।
আবদুল আহাদ আরও বলেন, বাসায় বিদেশি মদ পাওয়ায় নাফিজ মোহাম্মদ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। আজ আদালতে তুলে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
এদিকে ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের “ডেথ স্কোয়াডের” ভেতরের কথা’ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে তাঁর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গতকাল ভাটারা থানার পুলিশ তুলে নিয়ে যায়। ডয়চে ভেলেকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নাফিজ মোহাম্মদ আলমের এক বন্ধু।
-প্রথমআলো
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।