প্রেস বিজ্ঞপ্তি:
১৮ রমজান, ১০ এপ্রিল ২০২৩, সোমবার, কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান ল্যাবে পদার্থবিজ্ঞান বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক জেবুননেছার সভাপতিত্বে ও করোনাকালে সারা বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক অনলাইন ক্লাস সম্পাদনকারী, হিরো অব দ্যা কক্সবাজার সিটি কলেজ খ্যাত প্রভাষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের প্রায় ১২০০০ শিক্ষার্থী ও ২০০ জন শিক্ষক-কর্মচারীর অভিভাবক, শিক্ষাবন্ধু খ্যাত, প্রফেসর ক্য থিং অং, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মো জাফর সাদেক।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু রমজানে শুধূ রোজা রাখলে হবে না, নিজেদের সৎ, দুর্নীতিমুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। নিজেদের দায়িত্ব -কর্তব্য সঠিকভাবে পালনের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে তাদের দায়িত্ব-কর্তব্যে সঠিকভাবে পালন করেন তবে দেশ সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে।
বিশেষ অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সিয়াম সাধনার গুরুত্ব, তাৎপর্য ও ফযিলত সম্পর্কে বিশদভাবে তুলে ধরেন।
ইফতার মাহফিল সফল ও সুন্দরভাবে আয়োজনে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা দায়িত্বে ছিল,বিশেষ করে আজিজ, জাহেদ, খোরশেদ, ইমরান, আকবর, সায়েম, রফিক, বোরহান, জিদান, বিষুর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি বলেন, প্রিয় শিক্ষার্থী এতো সুন্দর একটা মাহফিল আয়োজনে বিশেষ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য তিনি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।