রামু প্রতিনিধি:
রামুর চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার বণিক সমিতি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১২ এপ্রিল রাত ৯ টায় কলঘর বাজার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার।
প্রবীন সমাজসেবক, সাবেক ইউপি সদস্য আবদুল আলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোছাইন কোম্পানী, আমির হোসেন সিকদার, মাহমুদুল হক কোম্পানী, মোহাম্মদ সেলিম, সাবেক মেম্বার মোহাম্মদ ইউছুফ, সমাজসেবক মোহাম্মদ শাহ, জিয়াবুল হক, মো. হোছাইন, আবু তাহের কোম্পানী, আহমেদ কামাল, সালাহ উদ্দিন, মো. ফরিদুল ইসলাম, মাসুদুর রহমান সুজন, মো. শরীফ, নাছির উদ্দিন, হুমায়ন বিন কাশেম, জসিম উদ্দিন, মোহাম্মদ হাসান, আলমগীর, মো. আতিক, ছৈয়দ নুর প্রমূখ।
চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার বলেন- কলঘর বাজারে ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ব্যবসায়ি ও ক্রেতা সাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিস্কার পরিচ্ছন্ন রাখা, চুরি-ডাকাতি মুক্ত রাখা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে একটি মডেল বাজারে রূপান্তর করতে হবে। এ জন্য সকল ব্যবসায়িদের বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে কলঘর বাজার বণিক সমিতি গঠন করা হবে। এ জন্য তিনি সকল ব্যবসায়িদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভায় আসন্ন ঈদুল ফিতরের পর কলঘর বাজার বণিক সমিতি গঠনে আবারও সভা আহবান করার সিদ্ধান্ত গৃহিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।