শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
মঙ্গল শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায়
বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্নসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর তঞ্চ্যাঙ্গা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ কপিল উদ্দীন কবির, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন নাহারসহ সরকারি কর্মকর্তাগণ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।