আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) :
বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রম উদ্যোগে টেকনাফের অর্ধশতাধিক ভাসমান মানসিক রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন মানসিক রোগীদের তহবিল (মারোত) এর প্রতিষ্ঠাতা রাজু পাল।

বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে মানসিক রোগীদের তহবিল (মারোত)-এর প্রতিষ্ঠাতা রাজু পাল’র সৌজন্যে ভাসমান মানসিক রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয় । ‘সার্জিক্যাল ডটকম’-এ
উক্ত খাবার বিতরণ অনুষ্ঠান মারোতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজু পাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত খাবার বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন মানসিক রোগীদের তহবিল (মারোত) এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল। ভার্চুয়ালী শুভেচ্ছা বক্তব্য রাখেন মারোতের সভাপতি আবু সুফিয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মৌলভী হারুনুর রশিদ, মোঃ কামাল, সজীব দে,বরণ ধর, সাজু ধর প্রমুখ। সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে টেকনাফের বিভিন্ন অলিতে-গলিতে ঘুরাফেরা প্রায় অর্ধশতাধিক ভাসমান মানসিক রোগী ও অসহায়দের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, ২০১২ সালে টেকনাফ লামার বাজার এসএস ফার্মেসিতে কর্মরত অবস্থায় মারোত প্রতিষ্ঠা করেন রাজু পাল।

মারোত সূত্রে জানা যায়, উক্ত সেবা কার্যক্রম পরিচালনার জন্য তিনি আশেপাশের দোকানদার ও তার পরিচিতদের নিকট থেকে দুই টাকা করে তহবিল সংগ্রহ করতেন। পরবর্তীতে এই সেবামূলক কার্যক্রমের পরিধি প্রশস্ত করতে রাজু পালের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে সংগঠনটি ৩৯ জন মানসিক ভারসাম্যহীন রোগীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এছাড়াও সংগঠনটি মানসিক ভারসাম্যহীন রোগীদের মাঝে নিয়মিত খাদ্য বিতরণের পাশাপাশি সৎকার ও দাফনের ব্যবস্থাও নিয়মিত সম্পন্ন করে যাচ্ছেন।