সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ ১৪৩০।বাংলা নববর্ষের এ দিবসে কক্সবাজার সদর-পৌরসভা-রামু-ঈদগাঁও সহ দেশে-বিদেশে অবস্থানরত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করা, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ ১৪৩০ এ সকলের জীবনে অতীতের গ্নানি, দুঃখ, জরা, মুছে অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে সুখ ও সম্প্রীতির বন্ধনে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকণ্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাওয়া ডিজিটাল বাংলদেশের সকল জনগণকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলা নববর্ষের সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।