মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী আর নেই। শনিবার ১৫ এপ্রিল তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাহাড়ী জনপদের জনপ্রিয় জননেতা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে বান্দরবানের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ :
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’র মৃত্যুতে কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মোহাম্মদ ইসলাম বেবী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।