বলরাম দাশ অনুপম:
কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। গত বেশ কয়েকদিন ধরে পৌরবাসি ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় ছিল কে হচ্ছেন নৌকার মাঝি। অবশেষে সকল প্রকার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মাঝি হলেন বর্তমান প্যানেল মেয়র-১ এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী।
শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় কক্সবাজার পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মাহাবুবুর রহমানের নাম চূড়ান্ত করা হয়। শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
মাহাবুবুর রহমান চৌধুরী ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে পরপর তিন বার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পাশাপাশি ২ বছরের অধিক সময় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার খবর শনিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সাধারণ পৌরবাসি, ভোটার এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। তাছাড়া সন্ধ্যায় ইফতারের পরে শহরের বড় বাজার, এন্ডারসন রোড, কালুর দোকান, গোলদিঘীর পাড়, বদর মোকাম এলাকা, গুনগাছ তলাসহ শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষকে আনন্দ মিছিল করতে দেখা গেছে। শুধু আনন্দ মিছিল নয়, সাধারণ মানুষ নিজ উদ্যোগে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার পর ঢাকায় অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী।
তাছাড়া মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাহাবুবুর রহমান দৈনিক ইনানীকে বলেন, আজ কক্সবাজারবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। কাউন্সিলর হিসেবে ২১ বছর পৌরবাসীকে সেবা দিয়েছি এবং ২ বছর ৮ মাস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করছি। কক্সবাজার পৌরসভাকে পরিচ্ছন্ন নগরী ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। মাদকমুক্ত পৌরনগরী গড়ে তুলবো, স্মার্ট পৌরসভা গড়ে তুলবো। তৃণমূল থেকে বেড়ে উঠা একজন কর্মী হিসেবে আমাকে মুল্যায়ন করায় ও নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। কক্সবাজারের মানুষ আমাকে সবসময় সহযোগিতা করে আসছে। আমাকে নির্বাচিত করলে পৌরবাসীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।