প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কর্মরত বিজ্ঞ অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ ১৫ এপ্রিল শনিবার দুপুর ১২.১০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
১৫ এপ্রিল শনিবার, সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় স্থানীয় পারিবারিক কবরস্থানে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কর্মরত বিজ্ঞ অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।