আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাইয়েদ নুর (৩৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার (১৭ এপ্রিল) ভোররাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন হ্নীলা লেদা বাজার এলাকা থেকে দীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের
দক্ষিণ আলীখালী এলাকার জালালের ছেলে সাইয়েদ নুর (৩৫) কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী সাইয়েদ নুরের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-০৪(০২)০৪, পেনাল কোড ৩৯৫/৩৯৭/৪১২ ধারা, জিআর- ১৪/০৪ মূলে* টেকনাফ মডেল থানায় বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।