নিজস্ব প্রতিবেদক
উত্তরবঙ্গ কল্যাণ সমিতি কক্সবাজারের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) শহরের লাবণি পয়েন্টের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডাঃ বি আলমগীর।

কক্স ন্যাশনাল হসপিটালের সৌজন্যে ইফতার মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন কক্সবাজার হামেদিয়া মডেল হিফয মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ নাজমুল কামাল।

এ সময় সমিতির সিনিয়র সদস্য জাকিয়া হাসান, ডাক্তার দিদারুল আলম, আব্দুল্লাহ আল মামুন, বাহারুল আলম, আমজাদ হোসেন, অধ্যক্ষ দিদারুল্লাহ, মাহমুদ হাসান জনিসহ সংশ্লেষ্টরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজ উদ দৌলা।