কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা যুবতী আরজু বেগমের (১৮) মা দিলোয়ারা বেগম কন্যাকে হারিয়ে পাগলপ্রায়। তিনি কাঁদতে কাঁদতে বলেন,কোনো ঝগড়া হয়নি। বিয়ের জন্য পারিবারিকভাবে আলাপ চলছিল। হঠাৎ কিছু না বলে আত্মহত্যা করেছে। কারও সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা জিজ্ঞাসায় পিতা নেই বলেন ।
রবিবার বেলা সাড়ে ১১টায় কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কিল্লার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরজু বেগম ওই এলাকার নুরুল আলমের কন্যা।
স্থানীয় ইউপি সদস্য মো ফারুক বলেন,পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে ,বিয়ের কথা চলছিল এতে রাগে ও ক্ষোভে সবার অজান্তে নিজ ঘরে চেয়ারে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ওসি মিজানুর রহমান জানান,পারিবারিকভাবে বিয়ে আলাপ শুনে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা তিনি।