কুতুবদিয়া প্রতিনিধি:
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কুতুবদিয়া উপজেলা শাখা।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এতে, আহ্বায়ক মহিদুল হাসান হান্নান,যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ কুতুবী,শরীফ নেওয়াজ জুয়েল,মোহাম্মদ নুরুল আলম,মুরিদুল আলম মামুন,সেলিম রেজা ও সদস্য ওপেল শরিফ, মুহতামিম আল মুহিব ফাহিম ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আহ্বায়ক মহিদুল হাসান হান্নান ও যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ কুতুবী বলেন,‘ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর সরকার পরিচালনাকারী জাতীয় চার নেতা, সকল বীর মুক্তিযােদ্ধা, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ নির্যাতিত মা-বােন ও তৎকালীন অবরুদ্ধ বাংলায় স্বাধীনতার স্বপক্ষের আপামর জনগণের প্রতি শ্রদ্ধা জানাই। সেই সাথে মুজিবনগর দিবসে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিজ্ঞাবদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু যে লক্ষ্য ও স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করে অর্থনৈতিক উন্নয়নের ভিত তৈরি করে গেছেন, সেই পথ ধরেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলবো।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।