সংবাদদাতা:
হ্নীলা আলফালাহ্ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আলফালাহ্ একাডেমি অ্যালামনাই এসোসিয়েশনের ‘গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৩’ বর্ণাঢ্য কর্মসূচীর মাধ্যমে উদযাপিত হয়েছে।
ভোরে নির্দিষ্ট বুথ থেকে রিইউনিয়ন ২০২৩ এর জন্য তৈরিকৃত বিশেষায়িত বুকলেট, ক্যাপ, টি-শার্ট ও ব্যাগ সংগ্রহ করে প্রোগ্রামের জন্য প্রস্তুত হয় অ্যালামনাইরা।
সকালে প্রথম সেশনে কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পুণর্মিলন উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জনাব অধ্যাপক জহির আহমদ। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা হ্নীলা স্টেশন প্রদক্ষিণ করে।
সকাল ১০ টায় এসোসিয়েশনের সভাপতি কক্সবাজার সিটি কলেজের শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডাঃ আবু বকর আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের প্রাক্তন সাংসদ জনাব আবদুর রহমান বদি। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, হ্নীলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব মোরশেদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, কক্সবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মুছা, আলফালাহ্ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক জহির আহমদ, স্কুলের প্রধান শিক্ষক নুরুল হোছাইন সিদ্দিকী, ম্যানেজিং কমিটির সদস্য মোক্তার আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক মুছা কলিমুল্লাহ, প্রাক্তন শিক্ষক সাইয়্যেদ আহমদ তারেক, প্রাক্তন শিক্ষার্থী টেকনাফ ফ্যামিলি প্ল্যানিং এর মেডিকেল অফিসার (৪২তম বিসিএস থেকে) ডাঃ রফিকুল ইসলাম এবং কক্সবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক (৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডার) হারুনুর রশিদ। প্রধান অতিথি টেকনাফের প্রথম অ্যালামনাই এসোসিয়েশন হিসেবে বর্ণাঢ্য পুণর্মিলন উৎসবের ভূয়সী প্রশংসা করেন এবং স্কুলের ভৌত অবকাঠামো উন্নয়ন ও মাধ্যমিক শাখার পাঠদানের স্বীকৃতি ও এমপিওভুক্তির ব্যাপারে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন।
দুপুরের খাবারের পর দ্বিতীয় সেশন শুরু হয় জমকালো স্মৃতিচারণ পর্ব দিয়ে। এতে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের স্মরণীয় ঘটনার স্মৃতি রোমন্থন করেন। অ্যালামনাইরা বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠে শিল্পী হেলাল উদ্দিন, খালেদ সাকি ও ওমর ফারুকের গানে। পরিশেষে র্যফেল ড্র ও ফটোসেশনের মধ্য দিয়ে পতাকা নামে জমকালো আয়োজনের।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।