নিজস্ব প্রতিবেদকঃ
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে কক্সবাজার আবাসিক হোটেল কর্মচারী ইউনিয়ন।

দিনটি উপলক্ষে শহরের কলাতলী এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রায় হোটেল কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করে।

সংগঠনের সভাপতি এডভোকেট গোলাম ফারুক খান কায়সারের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক হাসান তালুকদার, সহসভাপতি আলী আহমদ, অর্থ সম্পাদক এম শাহ আলম, প্রচার সম্পাদক জহির, ক্রিড়া সম্পাদক হেলাল, ৫ নং জোনের সভাপতি মোহাম্মদ আলী, হুমায়ুন, নুরুল আজিম, মহিলা ইউনিটের সাধারণ সম্পাদক পার্বতী, রহিমা বেগম, দিপালী শর্মা, সানজিদাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাপ্তাহিক একদিন ছুটি, দৈনিক ৮ কর্মঘণ্টা ডিউটি ও শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে মজুরির পরিমাণ বৃদ্ধিরও দাবি শ্রমিকদের।