সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল পবিত্র ওমরাহ পালনে সৌদিআরব অবস্থান করছেন। ২৭ এপ্রিল রাত ৩ টারদিকে
তিনি জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে অর্ধসহশ্রাধিক নেতাকর্মী তাঁকে বরণ করে নেন।
এসময় মক্কা ফতোয়া কমিটির চেয়ারম্যান ড. শেখ গোলাম মনসুরের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ মক্কা‘র সভাপতি হাবিব উল্লাহ, রামু সমিতি মক্কা‘র সভাপতি জুবায়ের ভুট্টো সহ প্রবাসী নেতৃবৃন্দ ফুলেল সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।
এমপি কমলকে বরণ করতে জেদ্দা ও মক্কাস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, কক্সবাজার সমিতি, রামু সমিতি, ঈদগাঁও সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শতাধিক গাড়ি নিয়ে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬:৪৫ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দ্যেশ্যে যাত্রা করেন।
এসময় রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুল্লাহ বিদ্যুৎ মেম্বার, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এম সেলিম, মো. ইব্রাহিম প্রমুখ নেতৃবৃন্দ এমপি কমলের সাথে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন।
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ২৮ এপ্রিল মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। ২৯ এপ্রিল বিকালে মদিনার উদ্দ্যেশ্যে যাত্রা করবেন। ৩০ এপ্রিল মদিনায় অবস্থান করে ১ মে বিকালে মক্কায় ওমরাহ পালন করবেন। ২ মে আবার উদ্দ্যেশ্যে যাত্রা করবেন এবং সেখানে অবস্থানরত কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও‘র প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। ৩ মে মক্কার উদ্দ্যেশ্যে যাত্রা করবেন এবং ৭ মে পর্যন্ত মক্কায় অবস্থানরত কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও‘র প্রবাসীদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ৮ মে সকাল ১১ টায় পুনরায় পবিত্র ওমরাহ পালন শেষে রাত ৮ টায় জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দ্যেশ্যে যাত্রা করবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।