ইমাম খাইর, সিবিএনঃ
এসএসসি-৯৯ ব্যাচ কক্সবাজার জেলার ২ যুগ পূর্তি উৎসব ৫ মে, শুক্রবার কক্সবাজারের স্টার হোটেল প্রাসাদ প্যারাডাইসে অনুষ্ঠিত হবে।

যেখানে অনেক বন্ধু স্ত্রী-সন্তান নিয়ে অংশগ্রহণ করবে। প্রাণে প্রাণ মেলাবে এক জায়গায়। কথা বলবে বুকভরে। হাসি আর আড্ডায় বসবে জমজমাট আড্ডা।

দিনব্যাপী অনুষ্ঠানকে সাজানো হয়েছে দুই অধিবেশনে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রাসাদের আঙ্গিনায় আগত বন্ধুদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করবে আয়োজক বন্ধুরা। দীর্ঘদিন চেহারা না দেখে বন্ধুদের প্রথম দেখা হবে ওখানেই।

দিনটির প্রথম অধিবেশনে থাকছে, লজিস্টিক বিতরণ, পবিত্র গ্রন্থ থেকে পাঠ, র‍্যালি ও জাতীয় সংগীত, এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার সভাপতির বক্তব্য, ডিজিটাল ভিডিও প্রেজেন্টেশন, ২ যুগ পুর্তি উপলক্ষে কেক কাটা ও প্রজন্ম ৯৯ এর পুরষ্কার বিতরণী। দেওয়া হবে ক্রিকেট টুর্ণামেন্টের পুরষ্কার। এরপর নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি।

সোয়া ২টায় দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

এই অধিবেশনের রয়েছে, বান্ধবী/বন্ধু পত্নীদের স্পোর্টস প্রোগ্রাম, প্রজন্ম ৯৯ ও ৯৯ বন্ধুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকালের নাস্তার পর আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। র‍্যাফেল ড্র শেষে ৯৯ ব্যাচের ২যুগ পূর্তি অনুষ্ঠান আহ্বায়কের সমাপনী বক্তব্য।

সবশেষে থাকছে বন্ধুদের সম্মিলিত ফটোসেশন পর্ব।

দেশের সর্ববৃহৎ ও প্রথম ব্যাচ ভিত্তিক প্ল্যাটফর্ম এসএসসি-৯৯ ব্যাচ কক্সবাজার জেলার ২ যুগ পূর্তি উৎসব ঘিরে বন্ধুদের মাঝে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। ইতোমধ্যে নিবন্ধন করেছে পাঁচশতাধিক বন্ধু। দেশের বাইরে অবস্থানরত বন্ধুরাও অনলাইনের পর্দায় দেখবে বর্ণিল আয়োজন।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ সম্প্রচার করবে কক্সবাজারের সর্বপ্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল coxsbazar news-CBN, coxsbazarnews.com, সিবিএনের বার্তা সম্পাদক ও ৯৯ বন্ধু imam khair লাইভে যুক্ত থাকবেন।

আয়োজনে সব বন্ধুকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ২ যুগ পূর্তি উৎসবের আহবায়ক এডভোকেট আরিফউল্লাহ ও সদস্য সচিব রেজাউল কবির হিরো।

আয়োজনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এসএসসি-৯৯ ব্যাচ কক্সবাজার জেলার সভাপতি মো. হাসান মাহমুদ চৌধুরী।