মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সোমবার ৮ মে থেকে কক্সবাজার সিভিল সার্জন অফিসে ২০২৩ সালের হজ্ব যাত্রীদের (সরকারী/বেসরকারী পর্যায়ের) স্বাস্থ্য পরীক্ষাসহ টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে প্রতিদিন এ কার্যক্রম চলবে।
কক্সবাজার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
মেডিকেল চেক আপের জন্য
হজ্ব যাত্রীগন আসার সময় সরকারী অথবা সরকার অনুমোদিত বেসরকারী হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার হতে পরীক্ষা গুলো সম্পন্ন করে রিপোর্ট সাথে আনতে হবে। যে ৭ প্রকার রিপোর্ট আনতে হবে, সেগুলো হচ্ছে-
1. Urine R/M/E
2. Random Blood Sugar (RBS)
3. X-ray Chest P/A view
4. ECG
5. Serum Creatinine
6. Complete Blood Count(CBC with ESR) &
7. Blood Grouping and RH Typing.
এসব রিপোর্ট বিগত ৩ মাসের মধ্যে পরীক্ষা করা থাকলে সেসব রিপোর্ট গ্রহনযোগ্য বলে জানান, মো: রফিকুল ইসলাম।
তিনি আরো জানান, হজ্জ যাত্রীদের টিকা প্রদানের জন্য www.haj.gov.bd নম্বর ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ছবি ও ট্র্যাকিং নম্বর সম্বলিত ফরমটি প্রিন্ট করে আনতে হবে। কক্সবাজার সিভিল সার্জন অফিসে গঠিত নির্দিষ্ট মেডিকেল টিম কর্তৃক হজ্ব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার পর ওয়েব সাইট হতে ডাউনলোড করে টিকা প্রদান পূর্বক হজ্জ যাত্রীদের মেডিকেল কার্ড সরবরাহ করা হবে বলে জানান- মো: রফিকুল ইসলাম।
হজ্জ যাত্রীদের সুবিধার্থে নিম্মে একটি নমুনা ফরম দেওয়া হলো:
www.haj.gov.bd