মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি ও অংগ সংগঠনের যে সকল নেতা-কর্মী কাউন্সিলর পদে নির্বাচন করছেন, তাদের প্রার্থীতা অবশ্যই করতে হবে। নতুবা তাঁদেরকে সংগঠন থেকে আজীবন বহিষ্কারের ঝুঁকি নিতে হবে।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বৃহস্পতিবার ১৮ মে রাত ৯ টা ৪১ মিনিটে তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে দেওয়া এক স্ট্যাটাসে কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের প্রতি এ আহবান জানান।

বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল এর এই স্ট্যাটাসটি স্বল্প সময়ের মধ্যে লাইক, কমেন্ট ও শেয়ারে ভরে গেছে।

নিম্মে লুৎফুর রহমান কাজল এর স্ট্যাটাসটি তুলে ধরা হলো : “১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি এবং অংগ সংগঠনের যে সমস্ত নেতা কর্মী কাউন্সিলর হিসাবে নির্বাচন করছেন, তাদের প্রার্থীতা অবশ্যই প্রত্যাহার করতে হবে। অন্যথায় দল থেকে আজীবন বহিস্কার ঝুঁকি থাকবে।”

প্রসঙ্গত, আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ায় সেখানকার ২৯ জন বিএনপি ও অংগ সংগঠন এর নেতাকর্মীকে গত ১৬ মে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করা হয়। বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।
Abu Siddique