সিবিএন:

কক্সবাজার টেকনাফের থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৯ জন রোহিঙ্গা নারী পুরুষদের আটক করেছে পুলিশ । এসময় পাচারে জড়িত থাকায় ৪ জন দালালকে আটক করা হয়।

গতকাল শুক্রবার (২৬মে) রাত পৌনে ১০টার দিকে টেকনাফ নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়িত থেকে তাদের আটক করা হয়। এসময় ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ । এদের মধ্যে ৬ জন নারী এবং ৬ জন পুরুষ ও ৭জন শিশু।

আটকরা হলেন, জাহিদ (৩০),জামাল (৩৮),হাজেরা (৫০), ইউনুছ (২৪)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম।

তিনি জানান, রাতে ১৯জন মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এসময় পাচারে জড়িত থাকায় ৪ দালালকে আটক কারা হয়।

এছাড়া আটক চার দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

###