সংবাদ বিজ্ঞপ্তি :
এটিএন নিউজের জেলা প্রতিনিধি অর্পন বড়ুয়ার পিতা সুখেন্দু বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব।
সংগঠনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
একইসাথে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকেও প্রয়াতের বিদেহী আত্নার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংগঠনের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান সুমন এ শোক বার্তা দেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।
প্রয়াত সুখেন্দু বড়ুয়া রামুর হাজারীকুল গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।
অর্পন বড়ুয়ার পিতার মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের শোক
