মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব পদে অ্যাডভোকেট একরামুল হুদা-কে মনোনয়ন দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে মঙ্গলবার ৩০ মে সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এর পদ থেকে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল গত ১৬ মে পদত্যাগ করলে এ পদটি শূন্য হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব পদে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট একরামুল হুদা কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি, বর্তমানে কক্সবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি পদে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির পদত্যাগ করা সদস্য সচিব কায়সারুল হক জুয়েল কক্সবাজার পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে নাগরিক কমিটির মনোনীত স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মাসেদুল হক রাশেদ এর ছোট ভাই।