সোয়েব সাঈদ:
কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন- সুস্থ, সবল, সক্ষম জাতি গঠনের জন্য দুগ্ধপান অপরিহার্য। দুগ্ধপান করলে একজন শিশুর দৈহিক বৃদ্ধি, স্নায়ুকোষ সতেজ এবং মেধার বিকাশ ঘটে। তাই সুস্বাস্থ্য ধরে রাখার জন্য শিশুসহ সব বয়সের মানুষের নিয়মিত দুগ্ধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক বলেন- সরকার খামারীদের পাশে রয়েছে। খামার থেকে কেউ চাঁদা চাইলে তাদের তালিকা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। গরু চুরি-ডাকাতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে। গরু চোরদের জামিনও দেয়া হয়না। তিনি ডেইরী শিল্পে জড়িতদের আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর খাবার ব্যবস্থাপনা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। বর্তমানে খাদ্য মূল্য বেশী। তাই খাবারের সংকট দূর করতে হলে খামারীদের ভুট্টা সহ সকল পশুখাদ্য উৎপাদন করতে হবে।
বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ উপলক্ষে কক্সবাজার জেলা প্রাণী সম্পদ কার্যালয় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এসব কথা বলেন।
“টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার, ১ জুন সকাল ১১ টায় কক্সবাজার জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কক্সবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাব উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন- রামু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন।
কক্সবাজার সদর উপ সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুমিনুল ইসলাম ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি এর ডেপুটি চীফ অব পার্টি এন্ড নিউট্রিশন টিম লিড মুহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ডেইরী খামার মালিক মো. আবদুল্লাহ ও কাউছার জাহান, কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী ইশরাক জাহান ইশিতা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সহ অতিথিবৃন্দ বিশ্ব দূগ্ধ দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিশ^ দুগ্ধ দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এছাড়া দিবসটি পালনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।