আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরধরে গলায় ফাঁস লাগিয়ে এক রোহিঙ্গা কিশোরী আত্মহত্যা করেছে। নিহতের কিশোরীর নাম তসলিমা আকতার (১২)।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত তসলিমা আক্তার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ১ নম্বর ক্যাম্পের ওয়েস্ট বি-৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সেলিমের মেয়ে।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, পারিবারিক কলহের জেরধরে গলায় ফাঁস লাগিয়ে রোহিঙ্গা কিশোরীর মৃত্যু হয়েছে। পরে পুলিশকে খবর দেয়া হলে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, তসলিমার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Quick Reply
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।