অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালন নিয়ে উচ্চ ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ। ৭ জুনের মধ্যে অন্তত ৮০ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন না করতে পারলে লাল তালিকাভুক্ত করার হুমকি দিয়েছে সৌদি আরব। এমন তথ্য জানিয়ে ধর্ম সচিবকে চিঠি দিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ হজ অফিস।
সোমবার জেদ্দা হজ অফিসের কাউন্সেল জহিরুল ইসলামের পাঠানো চিঠিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, এ ক্ষেত্রে যাবতীয় দায়ভার সংশ্লিষ্ট হজ অফিসকে বহন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবছর এখন পর্যন্ত ৮৯ হাজারের মতো হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও ৩৪ হাজার হজযাত্রীর ভিসা। এ হিসেবে বাংলাদেশের ৭৩ শতাংশ পর্যন্ত হজযাত্রীর ভিসা হয়েছে। এখনও বাকি আছে ২৭ শতাংশ। আর সৌদি আরবের শর্ত পূরণ করতে হলে বুধবারের মধ্যে অন্তত আরও ৭ শতাংশ বা ৮ হাজার ৬১০ হজযাত্রীর ভিসা নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশের হজ কার্যক্রমের অব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয় বিরক্ত। এ কারণে হজের ভরা মৌসুমের মধ্যেই গত রোববার রাতে ধর্ম সচিবকে বদলি করা হয়েছে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হজ ডেস্কের উপসচিব মর্যাদার এক কর্মকর্তাকেও।
-সমকাল