সিবিএন: “ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ক্ষমতাসীনদের ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে” ৮ জুন বেলা ১১টায় জেলা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে কক্সবাজার জেলা বিএনপি। অবস্থান কর্মসূচি শেষে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি প্রদান করা হয়।
অবস্থান কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামীলীগের লুটেরা সরকার বিদ্যুৎ বিভাগকে ফোকলা করে দিয়েছে। মানুষ বিদ্যুতের বিল বাকি রাখে নাই । অথচ কয়লা কেনার টাকা বাকী রেখে দিয়েছে । কইক রেন্টালের নামে কুইক লুটপাট করেছে। এ সরকারের পতনের মাধ্যমে সুষ্ট নির্বাচন নিশ্চিত করে জনগনের সরকারকে ক্ষমতায় আনতে হবে।
অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সি. সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, জেলা শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল , জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুচ, জেলা ছাত্রদল সভাপতি শাহাদত হোসেন রিপন, জেলা যুবদল সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সরওয়ার রোমন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম প্রমুখ নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।