নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বৃহত্তর পাহাড়তলী সমাজ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) রাতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কমিটির সভাপতি এমডি আবদুল হক নুরী।
তিনি বলেন, যে কোন সদস্যের প্রয়োজনে, বিপদে-আপদে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি। সমাজ কমিটিতে সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।
সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকের হোসেনের সঞ্চালনায় সাধারণ সভায় বিগত এক বছরের আর্থিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
স্বচ্ছ, স্পষ্ট ও সর্বজন গ্রহণযোগ্য আর্থিক প্রতিবেদন পেশ করায় সাধারণ সম্পাদকসহ বর্তমান কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ সদস্যরা।
সমাজের অগ্রগতি, উন্নতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সোলাইমান মনু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সদস্য রাশেদুল ইসলাম।
সাধারণ সভায় সমাজ কমিটির সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দক্ষতার সঙ্গে সমাজ পরিচালনার জন্য বর্তমান কমিটির প্রতি সবাই কৃতজ্ঞতা জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।