দৈনিক কক্সবাজার পত্রিকায় ২৬ জুন’২০২৩ ইং প্রকাশিত ” ইয়াবাসহ ফুটবলার কায়সার আটক, মূলহোতা মোশারফ অধরা” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটির আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সত্য যে, আমি একজন ফুটবলার ও কলেজ পড়ুয়া ছাত্র। সদ্য সমাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কক্সবাজার জেলার চ্যাম্পিয়ন কক্সবাজার সিটি কলেজ ফুটবল দলের দলনায়ক ছিলাম। এর আগে চলতি বছর ঢাকার অনূর্ধ্ব ১৮ ক্লাব কাপ ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন নওফেল স্পোর্টিং ক্লাবের নিয়মিত ফুটবলার ছিলাম। তাছাড়া আমি কক্সবাজার বয়স ভিত্তিক জেলা দল, কক্সবাজার ডিএফএ আয়োজিত ফুটবল লীগ ও চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লীগের নিয়মিত ফুটবলার। আমার ধ্যান-জ্ঞান ফুটবল ও পড়া-লেখা ঘিরেই। ইয়াবাসহ আটক ফুটবলার কায়সার আমার ফুটবল মাঠে সহযোদ্ধা ছিল। তার অপরাধের দায় আমার উপর চাপানো কতটুকু যুক্তিযুক্ত। জঘন্যভাবে সাজানো ও কল্পিত সংবাদটির প্রতিবেদক আমার স্বজনদের অপরাধকে সামনে এনে আমাকে ব্ল্যাকমেইলিং করতে চেয়েছিল। সোজা কথায়-লোক পাঠিয়ে নগদ চেয়েছিল। যার প্রমাণ আমার হাতে আছে। প্রতিবেদক কথিত ইয়াবায় ফুটবলার কায়সার আটকের সংবাদ পত্রিকায় ছাপায়নি। শুধুমাত্র-কিছু না পাওয়ার আক্রোশে আমার বিরুদ্ধে টেকনাফের বাসিন্দা ও কায়সারের বন্ধু সাজিয়ে আজগুবি সংবাদ পরিবেশন করে আমার ফুটবল ক্যারিয়ারকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছেন । ঢাকা, চট্টগ্রামের প্রত্যেক ফুটবল ক্লাবে নো মাদক শ্লোগানে আমরা ফুটবল খেলি। কারো ইশারায় আমার মতো ফুটবল প্রতিভা ধ্বংস করে আপনার লাভ কী? টেকনাফে জন্ম গ্রহণ করাই কী আমার অপরাধ। আমি বয়সে এখনো কিশোর। আমাকে মাঠে খেলতে দিন, আমাকে পড়তে দিন। মনকে বড় করুন। মিথ্যা তথ্যে দিয়ে একজন সম্ভাবনাময়ী ফুটবলারকে ধ্বংস করবেন না প্লিজ। সংবাদে আমার বিরুদ্ধে আনীত সকল মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেইসাথে আইন প্রয়োগকারী সংস্থাসহ, সকল ক্রীড়া কর্মকর্তাদের মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার আকুল আবেদন জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি সহসাই মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো!

প্রতিবাদকারী-
মোশারফ হোসেন
ফুটবলার
কান্জরপাড়া, হোয়াইক্যং, টেকনাফ।