নিজস্ব প্রতিবেদক
ঈদগাঁও উপজেলা মানবিক টিমের মহাসচিব ও গ্রামীণ ব্যাংক রামু উপজেলার ফতেখাঁরকুল শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক রেজাউল করিমের বিরুদ্ধে শাখা ব্যবস্থাপক পিটু মনি নাথ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। তারা সাজানো মামলাটি প্রত্যাহারের দাবি করেছেন।

মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে টিমের চেয়ারম্যান এম. নাছির উদ্দীন জয় বলেন, রেজাউল করিম গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির নির্বাহী কমিটির যোন প্রতিনিধি, একজন মানবিকযোদ্ধা। চাকুরির পাশাপাশি তিনি যে কোন মানুষের সমস্যায় ছুটে যান। মানবিক সহায়তায় হাত বাড়িয়ে দেন। কর্মস্থলেও সহকর্মীদের নিকট তিনি গ্রহণযোগ্য ব্যক্তি। যেকোনো দুর্নীতি, অন্যায়, অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকেন রেজাউল করিম। সম্প্রতি তাকে পিরোজপুরে বদলি করা হয়। এর কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে শাখা ব্যবস্থাপক পিটু মনি নাথের সঙ্গে তার মৌখিক বিতর্ক হয়। এই বিষয়টাকে ভিন্নভাবে উপস্থাপন করে অদৃশ্য শক্তির ইশারায় রামু থানায় মামলা করেন পিটু মনি নাথ। যার থানা মামলা নং-৩৩/২৩। মামলাটির সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন।

নাছির উদ্দীন বলেন, গ্রামীণ ব্যাংকের ৫৮টি শাখার প্রতিনিধিদের ভোটে যোন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। সে কারণে কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলতেন। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন।

বিশেষ করে যোনাল ম্যানেজার মোস্তফা কবিরের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ব্যাংকের বিভিন্ন শাখার কর্মচারী নির্যাতনের প্রতিবাদ করায় টার্গেটে পরিণত হন রেজাউল করিম। তুচ্ছ ঘটনার ইস্যুকে কাজে লাগিয়েছে দুর্নীতিবাজ চক্রটি।

রেজাউল করিম কোন অপরাধ করে থাকলে ব্যাংকের বিধি অনুসারে তাকে কারণ দর্শানোর নোটিশ কিংবা আত্নপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মিথ্যা অভিযোগে মামলা কেন? কাকে সন্তুষ্ট করতে এই মামলা? কার এজেন্ডা বাস্তবায়ন করছেন পিটু মনি নাথ? সময়ে সব বেরিয়ে আসবে।

সংবাদ সম্মেলনে মানবিক টিমের আইন ও সেবা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিফাত, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক কলিম উল্লাহ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, সংগঠক শহীদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান, আব্দুর রশিদ, মানবিক টিমের মক্কা প্রবাসী সদস্য সাঈদ হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।