আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো মৃতদেহের পরিচয় শনাক্ত হয়নি।
শুক্রবার (৩০জুন) বিকেলে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার টেকনাফ সদরের কেরনতলী গহীন পাহাড়ের ঢালুতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত একটি মৃতদেহ দেখে টেকনাফ মডেল থানায় সংবাদ দেয়া হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার বয়স আনুমানিক (৩০)। এখন পর্যন্ত মৃতদেহটির কোন পরিচয় পাওয়া যায় নাই বর্তমানে অজ্ঞাত মৃতদেহটি পুলিশের হেফাজতে আছে বলে জানা যায়।

এবিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার জানান, ইতি মধ্যে তাহার পরিচয় শনাক্তে কজ করছে পুলিশ। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।