কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা-ভাংচুর ও গৃহবধূকে মারধর ও ভ্রূণ নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ হামলায় মোঃ হানিফ (১২) নামে আরও একজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৩০জুন) জুমার নামাজ পর উপজেলার বড়ঘোপ মাতবর পাড়া এলাকায়। এতে ওই গ্রামের নুরুল আবছার,আবু নয়ন, আজিজুল হক, মোঃ রমিজ, নুরুল ইসলাম, মোঃ জিয়াবুল, নুরুল বশর , ছৈয়দ আলমকে আসামি করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার (৩০ জুন) দুপুরে বদিউল আলম মাতবর পাড়া জামে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে বাড়ীতে আসার পথে প্রতিপক্ষরা শার্টের কলার চেপে ধরে এলোপাথাড়ি মারধর করে। তিনি জীবন বাঁচাতে দৌঁড়ে বসতবাড়ীতে পালিয়ে আসেন। এসময় প্রতিপক্ষরা অস্ত্রে-শস্ত্রে নিয়ে দরজা ভেঙ্গে বসতবাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে। সংঘর্ষ সময় তার স্ত্রী হামলা না করার অনুরোধ জানিয়ে এগিয়ে গেলে প্রতিপক্ষরা তাকে রড ও লাঠি দিয়ে মারধর এবং পেটে লাথি দিয়ে ফেলে দেয়। এতে, তখনই তার রক্তক্ষরণ শুরু হয়। পরে,স্থানীয়রা উদ্ধার করে অবস্থায় কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এজাহার পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।