মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

৩ দিনের সফরে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি কক্সবাজার এসেছেন।

মন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার ৩ জুলাই দুপুর ২ টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম, কক্সবাজারের জেলা প্রশাসক মোহম্মদ শাহীন ইমরান, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান মুজিব, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী সহ উর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিশিষ্ট রাজনীতিবিদরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

মন্ত্রী আসাদুজ্জামান খান কক্সবাজারে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন।মন্ত্রী আসাদুজ্জামান খান ৩ দিনের সফর শেষে আগামী বুধবার ৫ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মু: আসাদুজ্জামান (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।