সংবাদ প্রতিবেদন :
কক্সবাজার সাহিত্য একাডেমির জীবন সদস্য, বিশিষ্ট আইনজীবী, কবি মনজুরুল ইসলামের সহধর্মিণী এবং ডা. নুরুল আলমের ভাবী সাবেকুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…..রাজেউন)।

সোমবার ৩ জুলাই সকাল ১০টায় বেসরকারি একটি হাসপাতালে তিনি পরপারে পাড়ি জমান৷

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল কাদের বাবুল, খবর বিতানের সত্বাধিকারি ও দৈনিক ভোরের ডাকের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসিম, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, কক্স মিডিয়া এসোসিয়েশন সভাপতি মোঃ মীর মোশাররফ হোসেন, সাহিত্য লেখক এস.এইচ মুক্তা, আবদুস সবুর আমান, মিজান মনির, সমর পাল ও তাসনিয়া হাসান তাহি প্রমুখ।

শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহর কাছে শান্তি কামনা করা হয়।